নমস্কার 🙏আমরা ভ্রমনিক ফ্যামিলি। ভ্রমনের পাশাপাশি এডভেঞ্চারটাও খুব ভালোবাসি,তাই মূলত adventure trip এ ও offbeat জায়গা গুলোতেই যাই। আর সেই সমস্ত স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে ভবিষ্যতের জন্য একটি স্মৃতির সংগ্রহশালা হিসেবে গুছিয়ে রাখাটাই আমাদের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি আমাদের উদ্দেশ্য এই ধরণের adventure trip এর প্রতি একটা positive attitude তৈরী করা এবং adventure সম্বন্ধে কিছু myth এর বাধা অতিক্রম করা। এই কারণেই, এখানে আমরা কোনো রকম অতিরঞ্জিত ও নেগেটিভ thumbnail ব্যবহারও এড়িয়ে চলি।
এই প্লাটফর্মকে আমরা একেবারেই পেশাগত ভাবে নেই না আর তাই অন্যান্য চ্যানেলের থেকে আমাদের চ্যানেলটা ইকটু ব্যতিক্রমী
অবশেষে এইটুকুই বলবো, যদি তোমাদেরও নতুন জায়গা, নির্ভেজাল এডভেঞ্চার ও নির্মল প্রকৃতির টানে বেরিয়ে পড়তে ইচ্ছে করে তবে আশা করি আমাদের চ্যানেলের ভিডিও গুলো তোমাদের ভালো লাগবে।
Bhromonik
Bhromonik family
ঝাড়খণ্ডের অচেনা এই ঝর্ণা | পেরেওয়াঘাগ জলপ্রপাত | Perwaghag Waterfall | Saranda Series
ভিডিও আজ সন্ধ্যা 7pm.
11 months ago | [YT] | 87
View 7 replies
Bhromonik family
সারান্দার জঙ্গলের কথা হয়তো সবাই জানে তবে পানশুয়া ড্যাম এবং ওখানে পৌঁছনোর এই পাহাড়ি জঙ্গলময় রাস্তায় হয়তো সেভাবে কেউ যায়না। আমাদের সারান্দা সফরের সবচেয়ে scenic রাস্তার views নিয়ে এই ভিডিও আসছে আজ সন্ধ্যা ৬:৩০মিনিটে।
11 months ago | [YT] | 80
View 5 replies
Bhromonik family
সারান্দার জঙ্গলের কথা হয়তো সবাই জানে, তবে পানশুয়া ড্যাম এবং সেই ড্যামে পৌঁছনোর এই পাহাড়ি জঙ্গলময় রাস্তায় হয়তো সেভাবে কেউ যায়না। আমাদের সারান্দা সফরের সবচেয়ে scenic রাস্তার views নিয়ে এই ভিডিও আসছে আজ সন্ধ্যা ৬:৩০মিনিটে।
11 months ago | [YT] | 55
View 2 replies
Bhromonik family
আবারও নতুন এক ভ্রমণ কাহিনী 😊
আমাদের সারান্ডা ভ্রমণের প্রথম ভিডিও আসছে আজ সন্ধ্যা 6:30pm
এই ভিডিও তে আমরা তোমাদের নিয়ে যাবো কলকাতা থেকে চাইবাসা তে। মাঝে থাকবে ঘটশিলার কিছু অন্যতম টুরিস্ট স্পট, যার মধ্যে রয়েছে আমাদেরও প্রিয় গৌরীকুঞ্জ। আশা করি এই সম্পূর্ণ রাস্তার অপূর্ব সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। 😊
1 year ago | [YT] | 87
View 5 replies
Bhromonik family
আজ সন্ধ্যা ৭টায় ভিডিও আসছে ।
ম্যাসেঞ্জার ড্যাম থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম ওখানকার youth hostel এ। রাতে youth hostel ও তার পারিপার্শিক পরিবেশ এবং সকালে রুম থেকে অসাধারণ view সবটাই ক্যামেরা বন্দি করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। এছাড়াও থাকছে চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট আদিবাসী গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন। আশাকরি সম্পূর্ণ ভিডিও টা তোমাদের ভালো লাগবে। 😊
1 year ago | [YT] | 72
View 3 replies
Bhromonik family
অনেকগুলো দিন পর আবারও একটা নতুন সফরে তোমাদের সঙ্গী করে নিতে ভিডিও আসছে আজ সন্ধ্যা ৭:০০টায় 😊❤।
কলকাতা থেকে ম্যাসেঞ্জর via বোলপুর | ম্যাসেঞ্জর ড্যাম |
1 year ago | [YT] | 118
View 19 replies
Bhromonik family
চলতি বছরের শুরু থেকেই জীবনে একের পর খারাপ ঘটেই চলেছে যার মধ্যে একটা তো সম্পূর্ণ unrecoverable,তাই প্রতিবছর আসা জীবনের বিশেষ দিনগুলোকে এবছর আর পালন করার মতো ইচ্ছে বা মনের জোর কোনোটাই পাচ্ছিলামনা। সেই কারনে গতমাসে ১৫তম বিবাহবার্ষিকী টাও অবলীলায় সাধারণ আর পাঁচটা দিনের মতোই কাটিয়েছি তার মধ্যে গতসপ্তাহ থেকে কত্তামশাই এর spinalcord এর সমস্যাটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তাই গতকাল জন্মদিনটাও সাধারণ ভাবেই কাটাবো ভেবেছিলাম। কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো যখন তোমার এতটা care করে তখন শত বেদনার মধ্যে থেকেও তাদের জন্য মন আনন্দে ভরে ওঠে। তেমনটাই আমার সাথেও ঘটলো।
রাত ১২টার সময় কত্তামশাই ও পুকাই প্রথম শুভেচ্ছা জানানোর পরেই একের পর এক ফোনে শুভেচ্ছা বার্তা আসতে থাকে। তারপর পর সকালে ঘুম থেকে উঠেই দেখি মা (শাশুড়ি মা ) আমার জন্য জন্মদিন স্পেশাল রান্না করে ফেলেছে আর স্কুল যাওয়ার আগে তা সুন্দর করে সাজিয়ে খেতে দিলো আমাকে। তারপর স্কুলে পৌঁছে সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছাবার্তা ও প্রতিটা ক্লাসে ক্লাসে বাচ্চাদের শুভেচ্ছা বার্তা ও সমস্বরে Happy Birthday To You ma'am গান ও কিছু উপহার 😊। তবে তখনও বুঝিনি যে বাড়িতে আরও চমক অপেক্ষা করছে আমার জন্য।
যে মানুষটা বাজার হাট কি জিনিস কিছুই জানে না, জীবনেও বাজার হাট করে না সে কিনা একা গিয়েই বাজার করে এনেছে। শুধু তাই না রান্নাও সেই করবে youtube ভিডিও দেখে I AM TO অবাক !! কারণ যে মানুষটা ভাত অবদি ফোটাতে জানে না সে যে কি রান্না করবে!!!! আর যেহেতু কোনো birthday cake আনবোনা ঠিক করেছিলাম তাই পুকাই বানাবে পাউরুটি cake 🍰।
তবে অবশেষে কত্তামশাইও চিলি চিকেন ও পুকাই এর cake দুটোই অনবদ্য হয়েছিল 😋😋।
1 year ago | [YT] | 124
View 43 replies
Bhromonik family
বছরের শুরু থেকেই একের পর ধাক্কা সামলাতে অনেকটা সময় চলে গেলো। অবশেষে আবারও নিজেদের ইকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা।
তাই আগের দিন আমার Exam শেষ হতেই ও ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস পেয়েই , মেঘলা দিনের ফুরফুরে হওয়ায় একদিনের একটা ছোট্ট ride এ বিষ্ণুপুর ভ্রম !!
মল্ল রাজাদের ঐতিহাসিক নগরে!
1 year ago | [YT] | 111
View 11 replies
Bhromonik family
আমাদের এই পরিবারের সকল সদস্য কে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই নতুন বছর সবার জীবনে নবীন আলোয় ভরিয়ে দিক।🙏😊❤❤
1 year ago | [YT] | 155
View 35 replies
Bhromonik family
Bike Service at Home 👌🏻. Baba & Pukai 😊
1 year ago | [YT] | 76
View 10 replies
Load more