Bangla Preneur is a blend of tutorials and innovation. We at Bangla Preneur try our level best to provide our visitors an optimum experience with simple interface and loads of information. We provide completely unique videos and how to tutorials in Bengali. We aim to take Bangla Preneur a long way, with major updates in the near future. Stay with us and do subscribe!

Visit our Site- banglapreneur.com


Bangla Preneur

মার্কেটে মূল সমস্যা - বিনিয়োগকারীদের আস্থার সঙ্কট

সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধারের গতি খুবই ধীর, যদিও এই অবস্থাই সেরা সময় বিনিয়োগকে বড় করা। পুঁজিবাজার বড় উত্তান আনার জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিতঃ

১. নতুন করে কোনো ধরনের জরিমানা করা হবে না তা নিশ্চিত করা।
২. জেড ক্যাটাগরি নিয়ে নতুন করে সিন্ধান্ত না নেওয়া।
৩. কমপক্ষে ৬ মাস নতুন আইপিও আসবে না তা ঘোষনা দেওয়া।
৪. স্পন্সরদের ৩০% নিশ্চিত করা।
৫. অডিট ফার্মগুলোকে তদারকির মধ্যে আনা।
৬. লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স কমানো।
৭. টাস্কফোর্সের কার্যক্রম সামনে নিয়ে আসা।
৮. মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিও প্রতি মাসে আপডেট দেওয়া।
৯. প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেটে একটিভ করার লক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া।
১০. এসএমই মার্কেট ও এটিবি মার্কেটকে মূল মার্কেটের সাথে যুক্ত করা।
১১. ................. (আপনার মতামত কমেন্ট করে জানান)
- কে এম চিশতি সিয়াম
WhatsApp - 01929216782

15 hours ago | [YT] | 10

Bangla Preneur

বর্তমানে কত পারসেন্ট লসে রয়েছেন?

2 months ago | [YT] | 13

Bangla Preneur

শেয়ারবাজার কঠিন থেকে কঠিনতম দিন পার করছে। প্রায় সকল বিনিয়োগকারী মার্কেট নিয়ে চরম মাত্রায় হতাশ। তবে এই মুহুর্তে প্যানিক হওয়া চলবে না। সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ মার্কেট আপ হবে। তবে এই ডাউন মার্কেটে যারা সাহস করে কিনতে পারছে তারা হয়ত অল্প দিনেই ভালো প্রফিট পাবে।

কিছু কোম্পানির শেয়ারের দাম বিগত ৩/৪ বছরের বটম প্রাইজে, তবে পুরাতন বিনিয়োগকারীদের হাতে ক্যাশ নেই।

তবে এটা নতুনদের জন্য দারুন সুযোগ৷

আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক 🤍

3 months ago | [YT] | 49

Bangla Preneur

শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

পাঁচ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং–এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন।


বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের কার্যপরিধি নির্ধারণ ১৭টি। তবে পরে আরও কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে করলে টাস্কফোর্সের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যপরিধি বাড়াতে পারবে বিএসইসি। টাস্কফোর্সকে তাদের সুপারিশ প্রণয়নের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে যৌক্তিক সময়ে টাস্কফোর্স তাদের সুপারিশ বিএসইসিতে জমা দেবে বলে আশা প্রকাশ করেছে বিএসইসি।

3 months ago | [YT] | 47

Bangla Preneur

মার্কেট এর স্বার্থে যে সকল সিদ্ধান্ত নেওয়া উচিত।
১। সকল কোম্পানির স্পন্সর/ মালিকপক্ষের কাছে কমপক্ষে ৩০% শেয়ার নিশ্চিত করা।
২। নিরপেক্ষ অডিটর দিয়ে মিউচুয়াল ফান্ডগুলোকে মুল্যায়ন করা।
৩। নিরপেক্ষ পরিচালক নিয়োগ দিয়ে বন্ধ কোম্পানিকে সচল করা।
৪। সরকারি সকল কোম্পানির সম্পদ মূল্যায়ন করা।
৫। ইপিএস এর কমপক্ষে ৭০% ডিভিডেন্ড নিশ্চিত করা।
৬। এসএমই মার্কেটের QI ৩০ লক্ষ থেকে কমিয়ে ১০ লাখে আনা ও যে সকল কোম্পানি ২ বছর কমপক্ষে ১০% ডেভিডেন্ট দিয়েছে তাদেরকে মেইন মার্কেটে আনা।
৭। নতুন করে জরিমানা, একাউন্ট ফ্রিজ না করা।
৮। ভার্চুয়াল এজিএম বন্ধ করে সরাসরি এজিএম করা।
৯। আইসিবি'কে যথা-উপযুক্ত সংস্কার করা।
১০। কমপক্ষে আগামী এক বছর নতুন করে কোন আইপিও না আনা।
১১। স্টক ডিভিডেন্ড এর জন্য bsec এর অনুমোদন প্রত্যাহার করা।
১২। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সকল কোম্পানির শেয়ার হোল্ডিং স্টাটাস আপডেট করা।
১৩। শেয়ার দাম বাড়লে প্রহসনের কোয়ারি বন্ধ করা।
১৪। প্রতিটি ব্রোকারেজ হাউজ থেকে মাসে কমপক্ষে ১ বার বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম করা।

4 months ago | [YT] | 31

Bangla Preneur

২৭ কোম্পানি যোগ হয়ে এখন "জেড" ক্যাটাগরির সংখ্যা ৮৪।
To buy/sell “Z Category”, please follow the rules below to avoid any regulatory or procedural issues.

1.Matured Funds/Cash must be used to buy “Z Category”

2.No Netting Facility (Buy/Sell) will be applicable for “Z Category” with other Categories (A, B, N & G).

3.Buying “Z Category” is not allowed with a Margin Account.

4.Clearing Day is (T+3) for “Z Category”

4 months ago | [YT] | 32

Bangla Preneur

বর্তমান মার্কেট যতটা বেশি ফান্ডামেল্টাল বা টেকনিক্যাল ভিত্তিক, তার থেকে বেশি সাইকোলজিক্যাল ভিত্তিক।
আবেগবশত, বাই-সেল ভুল সিন্ধান্ত এনে দিতে পারে।

4 months ago | [YT] | 24

Bangla Preneur

The Share Price is decided by

4 months ago | [YT] | 4

Bangla Preneur

বিনিয়োগ হোক আর্থিক স্বাধীনতা অর্জনের মোক্ষম হাতিয়ার ✌️

4 months ago | [YT] | 17

Bangla Preneur

বিও অ্যাকাউন্ট ট্রান্সফার, কিংবা নতুন বিও অ্যাকাউন্ট খুলতে যোগাযোগ করতে পারেন আমার সাথে।
কে এম চিশতি সিয়াম
whatsApp- 01929216782

4 months ago | [YT] | 31