"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন,
أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ؟ قَالُوا : لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا قَالَ فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا.
বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে কি তাঁর দেহে কোন ময়লা থাকবে? তারা বললেন, তাঁর দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদহারণ। এর মাধ্যমে আল্লাহ্ তাআলা (বান্দার) গুনাহসমূহ মিটিয়ে দেন।
সহীহ বুখারী, ৫২৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫০৩ আসসালামু আলাইকুম সবাইকে কালেমার ও নামাজের দাওয়াত দিলাম লাই লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ বাঁচভো আর কতদিন আসুন নামাজ পড়ি প্রতিদিন সবার কাছে পৌঁছে দিবেন