Explorer Shibaji

গতকাল দুপুরে রওনা দিয়েছিলাম, সন্ধ্যায় পৌঁছুলাম শ্রীনগর। এবার আমাদের গন্তব্য অফবিট কাশ্মীর, ঘুরে দেখব বুঙ্গুস, গুঁড়েজ, কেরন, লোলাব এই সব জায়গা। ৭ দিন এর প্ল্যান।
এখন কাশ্মীরের আপেল বাগান গুলোতে থোকা থোকা আপেল, পাকেনি যদিও। এই আপেল পাকতে শুরু করবে সেপ্টেম্বরের শেষের দিকে, তখন লাল হয়ে যাবে এই বাগান গুলো। যারা এবার পুজোর সময় কাশ্মীর আসছেন তারা খুব ভালো আপেল পাবেন বাগান গুলোতে।
আজ সকালে ৮ টায় শ্রীনগর থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাঙ্গুস, সুপুর কুপওয়ারা হয়ে। সুপুরে দেখে নেবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলের বাজারটিও।
কাশ্মিরে এবার বৃষ্টি কম হয়েছে, তবুও বেশ সবুজ এখন। আবহাওয়া মনোরম, না গরম না ঠান্ডা। তবে হোটেলের ঘরে ফ্যান চালালে বেটার লাগছে।

2 months ago | [YT] | 4,160