শ্রী অনন্ত কৃষ্ণ দাস জি মহারাজ শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার অভিন্ন নিত্যানন্দ তনু শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবারের শ্রীল শ্রী গঙ্গা নারায়ণ চক্রবর্তী চরণের শাখার অন্যতম প্রচারক শ্রী ধাম নবদ্বীপ রজাশ্রয়ী নিত্যলীলা প্রবিষ্ট ১০৮ শ্রী কৃষ্ণ চন্দ্র গোস্বামী গুরু মহারাজের কৃপাধন্য শ্রী মদ্ভাগবত কথা প্রচারক ।
মহারাজ জি পশ্চিম বঙ্গের নদীয়া জেলার প্রাণ কেন্দ্র অখিল ব্রহ্মান্ড নায়ক শ্রী গৌরাঙ্গের আবির্ভাব স্থান শ্রী ধাম নবদ্বীপ নিবাসী। তিনি বাংলা 24 সে চৈত্র ,ইংরেজি 7 ই এপ্রিল এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন । বাল্য কালেই শ্রী গুরুদেব এর কৃপা ও সহচর্যে তিনি শ্রী গুরুদেবের আজ্ঞায় শ্রী মদ্ভাগবত কথা সেবা প্রাপ্তি করেন । শ্রী গুরুদেব এর সান্নিধ্যে তিনি শৈশব কাল হতেই শ্রী বৃন্দাবন আদি ধাম দর্শন ও পরিক্রমা করবার সৌভাগ্য লাভ করেন, শ্রী গুরুদেব এর সান্নিধ্যে বহু বৈষ্ণব গণের কৃপা প্রাপ্তি করেন ।2011 সালে ইনি কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে সংস্কৃত বিষয়ে M.A.পাশ করেন ও 2014 তে B.Ed.করেন। কিন্তু গুরু আজ্ঞায় হরিকথা সেবায় নিয়োজিত হন ।
+917980577450
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।