Travel, food, music and fun
--------------------------------------------
Hey, welcome!!!
Thanks for showing your kind interest to this YouTube channel ExplorerShibaji. Shibaji has been a passionate traveler and foodie, loved the way life appeared to him. Shibaji started taking interest in content creation after watching some of the popular travel vlogs on YouTube and became enthusiastic about this hobby.
Whatever Shibaji tries to portrait in each video, are all real experiences and all opinions are his personal.
Shibaji always likes to interact with his followers, would love to hear from them, you are most welcome to follow him on Instagram(explorer_shibaji) or Facebook (shibaji.paul).
The official group and page for this channel on Facebook is "BHROMON HELPLINE", you are encouraged to join the group, where you can find like-minded travel enthusiasts and share your thoughts or travel experiences.
For any business related queries, please feel free to mail: shibaji.explorer@gmail.com


Explorer Shibaji

আপনাদের শুভেচ্ছা আর শুভকামনা পাথেয় করে আজ শুরু হল @wonder.travels এর সহায়তায় Explorer Shibaji আয়োজিত দ্বিতীয় থাইল্যান্ড গ্রুপ ট্যুর। সর্বমোট ৪৫ জনকে নিয়ে আমাদের গ্রুপ হই হই করে রওনা দিল ব্যাংককের উদ্যেশ্যে।
এই রকম গ্রুপ ট্যুর এর সংখ্যা ২০২৫ থেকে আরো অনেক বাড়ানো হবে। আমরা গ্রুপ ট্যুর সংক্রান্ত পোস্ট দিয়ে থাকি আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ এ, খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী গ্রুপ ট্যুর এর বিজ্ঞপ্তি দেওয়া হবে।

1 hour ago | [YT] | 350

Explorer Shibaji

আগামী বুধবার 23শে অক্টোবর, 2024 দর্শকের দরবারে দ্বিতীয় পর্ব। এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি আর পৃথ্বীজিৎ, প্রশ্ন পাঠাতে হবে ইমেল করে: exs.ddq@gmail.com

3 days ago (edited) | [YT] | 1,517

Explorer Shibaji

Explorer shibaji এর সাথে *Wonder Travels* দ্বারা আয়োজিত Thailand গ্রুপ ট্যুরে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা খুব খুশী।

আমাদের 90% আসন ভর্তি হয়ে গেছে, আর অল্প কিছুজন কে আমরা নিতে পারবো এই গ্রুপ ট্যুরে।

আজই বুক করে ফেলুন whatsapp এর মাধ্যমে, নীচের দেওয়া নম্বরে যোগাযোগ করে।
9163344214 (whatsapp)
9073042092 (whatsapp)

website - wondertravels.co.in/

1 month ago | [YT] | 998

Explorer Shibaji

গতকাল দুপুরে রওনা দিয়েছিলাম, সন্ধ্যায় পৌঁছুলাম শ্রীনগর। এবার আমাদের গন্তব্য অফবিট কাশ্মীর, ঘুরে দেখব বুঙ্গুস, গুঁড়েজ, কেরন, লোলাব এই সব জায়গা। ৭ দিন এর প্ল্যান।
এখন কাশ্মীরের আপেল বাগান গুলোতে থোকা থোকা আপেল, পাকেনি যদিও। এই আপেল পাকতে শুরু করবে সেপ্টেম্বরের শেষের দিকে, তখন লাল হয়ে যাবে এই বাগান গুলো। যারা এবার পুজোর সময় কাশ্মীর আসছেন তারা খুব ভালো আপেল পাবেন বাগান গুলোতে।
আজ সকালে ৮ টায় শ্রীনগর থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাঙ্গুস, সুপুর কুপওয়ারা হয়ে। সুপুরে দেখে নেবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফলের বাজারটিও।
কাশ্মিরে এবার বৃষ্টি কম হয়েছে, তবুও বেশ সবুজ এখন। আবহাওয়া মনোরম, না গরম না ঠান্ডা। তবে হোটেলের ঘরে ফ্যান চালালে বেটার লাগছে।

2 months ago | [YT] | 4,160

Explorer Shibaji

দয়া করে পুরোটা পড়বেন।
আগামী কাল, ২২ সে আগস্ট, ২০২৪ এই প্রতিবাদ পদযাত্রা হচ্ছে। দুর্ভাগ্য বসত আমি আর পৃথ্বী এই পদযাত্রায় সামিল হতে পারছি না, আজ আমাদের বেরিয়ে যেতে হচ্ছে আগের থেকে প্ল্যান করা ট্যুর এ, যা আমাদের কাজ। এই মুহূর্তে ট্যুর ক্যান্সেল করা সত্যিই সম্ভব নয়। তাই একটু বিমর্ষও বটে।
আমরা না থাকলেও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এই প্রতিবাদে, আমরা আমাদের সমাজ মাধ্যমে চালিয়ে যাব আমাদের প্রতিবাদ।
নির্যাতিতারা বিচার পাক, সুস্থ সমাজ গড়ে উঠুক, ভবিষ্যতে আর যেন এই ঘটনা না ঘটে তার নিশ্চয়তাও দাবি করছি প্রশাসনের কাছে, শুধু তাই নয়, R G Kar এ ঘটে যাওয়া ভয়ংকর ঘটনায় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, এর দায়ও প্রশাসন কেই নিতে হবে, সেই দাবিও জানাচ্ছি।

2 months ago | [YT] | 4,618

Explorer Shibaji

আগামী কাল দেখা করবেন আমাদের সঙ্গে? কিভাবে? জানতে হলে পুরো পোস্ট টি দয়া করে পড়ুন।
এই পোস্ট এর সঙ্গে দুটি ছবি আছে। প্রথম ছবিটিতে যাকে দেখা যাচ্ছে তাকে আপনারা চেনেন, শ্রী সুব্রত মন্ডল, দেবপ্রয়াগ এ দেখা হয়েছিল আমাদের সঙ্গে। সুব্রত একটি সাধারণ সাইকেল এ চড়ে কেদারনাথ যাত্রা করেছিল, ও যখন ফিরছিল তখন দেবপ্রয়াগ এ দেখা হয় আমাদের সঙ্গে। সুব্রত পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে এই কষ্টকর ভ্রমণ করছে। সুব্রতর গল্প আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেই ভিডিওতে। বলেছিলাম, আপ্রাণ চেষ্টা করব সুব্রতর জন্য একটা ভালো সাইকেল এর ব্যবস্থা করতে। আপনাদের মধ্যে থেকে প্রচুর দর্শক বন্ধু সেই সময়ে আমাদের কমেন্ট, মেসেজ ও ইমেল করে সুব্রত কে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই রকমই একজন শ্রী অসীম পাল। উনি জানিয়েছিলেন ওনার কাছে একটি নতুন খুব ভালো সাইকেল রয়েছে যা তিনি সুব্রতকে দিতে চান, যেটি উনি কিনেছিনেল দূরপাল্লার সাইক্লিং এর জন্য। কিন্তু তার ব্যবসার কাজের ব্যস্ততার জন্য সাইকেল টি পড়েই রয়েছে।
আমাদের ঘুরে বেড়ানোর জন্য, অসীম বাবুর ব্যস্ততার জন্য এবং সুব্রতর ও কিছু কাজের জন্য আমরা কমন সময় পাচ্ছিলাম না এতদিন, যেটা অবশেষে পাওয়া গেল আগামী কাল স্বাধীনতা দিবসের দিন, মানে ১৫ ই আগস্ট, ২০২৪, বৃহস্পতিবার।
আগামীকাল, অসীম বাবুর কসমেটিকস এর ব্র্যান্ড Tenacity এর উদ্বোধন হবে রাজারহাটে বিশ্ব বাংলা গেট এর পাশেই। সেখানেই সন্ধ্যে ৬ টায় সুব্রতকে সাইকেলটি দেওয়া হবে। আমরাও উপস্থিত থাকব এই শুভ অনুষ্ঠানে।
আপনারাও চলে আসতে পারেন সন্ধ্যে ৬ টায় এই আনন্দ অনুষ্ঠানে আমাদের সঙ্গী হতে। আমরা অনুষ্ঠানে থাকব সন্ধ্যে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। ঠিকানা এই লেখার সঙ্গে দেওয়া দ্বিতীয় ছবির নিচে পাবেন
অসীমবাবুর নতুন ব্র্যান্ড এর জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আর সুব্রতর জন্য অনেক ভালবাসা, নতুন সাইকেল নিয়ে ঘুরে বেড়াও সারা পৃথিবী। ছড়িয়ে দাও পরিবেশ রক্ষার বার্তা।

2 months ago | [YT] | 1,801

Explorer Shibaji

এবার তো ন্যায় চাইই এই ঘৃণ্য হত্যাকাণ্ডের, সেই সাথে ভবিষ্যতে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চয়তাও চাই।

2 months ago | [YT] | 5,986

Explorer Shibaji

একজন মেয়ের বাবা হিসেবে গত কয়েকদিন ধরে খুব আশংকায় রয়েছি, কষ্টে রয়েছি| প্রতি মুহূর্ত হৃদয়ে চাপা হাহাকার| R G Kar এ যে ডাক্তার মেয়েটি পাশবিক, নৃশংস অত্যাচার এর শিকার হয়ে অকালে ঝরে গেলো তাকে কখনোই চিনতাম না, কিন্তু এই ঘটনার পরে প্রতি মুহূর্তে বুঝতে পারছি ওই অভাগীর বাড়ির লোকগুলোর কি মানসিক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে, আর কি কষ্ট সহ্য করতে হয়েছে মেয়েটিকে|
আর পাঁচ টা মানুষের মতোই জীবিকার তাগিদে হাসি মুখে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু মাঝে মাঝেই মাথায় মনে উঁকি দিচ্ছে ওই বিভীষিকা, কিরকম যেন মিইয়ে যাচ্ছি, কোথাও বোধহয় একটা তীব্র ভয়ের স্রোত মেরুদন্ড বেয়ে নেমে যাচ্ছে| এ কোথায় বাস করছি আমরা? কোন সমাজে? আপনার আমার সন্তানদের জন্য কি সমাজ তৈরী করেছি আমরা? চারিদিকে এতো বিকৃত মানুষ কেন? এতো বিকৃত মানসিকতা কেন?
একজন মেয়ের বাবা হিসেবে তীব্র আতঙ্ক গ্রাস করেছে আমায়|
A Wednesday ছবিতে নাসিরুদ্দিন শাহ এর মুখে একটা ডায়লগ ছিল "মেরে বিবি হার আধে ঘন্টা মে ফোন করকে পুছতি হ্যায় কাহা হো? দাওয়াই খায়া? পানি পি? আসল মে ওহ জান না চলতি হ্যায় মে জিন্দা হু কে নেহি", আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের ফোন করি বার বার বোধহয় সেই একই কারণেই, সেই আশংকা থেকেই, জানি এই সমাজ হায়না, শেয়াল, কুকুরে ভরা|
আজ অব্দি আমার আপনার ছেলে মেয়ের কিছু হয় নি, এটা ভেবে যারা সুখে নিদ্রা যাচ্ছেন তাদের বলবো, মূর্খের স্বর্গে বাস করছেন, যে কোনো দিন যেকোনো সময় যা খুশি হতে পারে, আর একবার যদি কোনো অঘটন ঘটে যায়, আপনি হারাবেন আপনার সন্তানকে, আন্দোলন, প্রতিবাদ, তদন্ত সব তো হবে, কিন্তু যা আপনি হারাবেন তা শুধুই আপনার, যা আপনার অপূরণীয় ক্ষতি|
পুলিশি তদন্ত, রাজনৈতিক চাপানউতোর, প্রতিবাদ সব কিছু চলবে এখন, অপরাধী ধরা পড়েছে আরও ধরা পরবে, শাস্তি হবে, তারপর আস্তে আস্তে সব ফিকে হবে, কিন্তু যে বাবা মা সন্তান হারা হলেন তাদের বাকি জীবনের প্রতি মুহূর্ত যে বেদনা বহন করতে হবে, প্রতি মুহূর্তে তাদের যে নীরব আর্তনাদ তা কিভাবে মিটবে? কেউ উত্তর দেবেন এই প্রশ্নের? এই ভবিতব্য তো সেই মেয়েটি বা তার পরিবারের প্রাপ্য ছিল না, তাই না?
এই ঘটনার পরে হয়তো বেশ কিছুদিন সব জায়গায় একটু কড়াকড়ি হবে, দ্বায়িত্ব প্রাপ্ত দের তাদের দ্বায়িত্ব মনে পড়বে, কিন্তু মজার ব্যাপার হলো সকলের স্মৃতিশক্তি এতই কম যে আমরা সবাই সব কিছু ভুলে যাবো যতক্ষণ না আরেক নির্ভয়া কান্ড ঘটে, এবং তা ঘটবে, আবারো, পরের বার কার মেয়ে? সেটাই এই বাবার আতঙ্ক|

2 months ago | [YT] | 6,097

Explorer Shibaji

গত ২৫ - ০৭ - ২০২৪ সকাল ১১:৫৬ মিনিটে শেষ হয়ে গিয়েছে রুনার লড়াই। একটা সাংঘাতিক লড়াই করেও শেষ পর্যন্ত হার স্বীকার করলো জেদী মেয়েটি।
যেখানেই থাকুক ভালো থাকুক, পরম করুণাময় ঈশ্বর এর কাছে প্রার্থনা করি রুনার আত্মা শান্তি লাভ করুন।

2 months ago | [YT] | 2,348

Explorer Shibaji

( লেখাটি দয়া করে পুরোটা পড়বেন )
এবার থেকে প্রত্যেক মাসে একবার করে আমাদের YouTube চ্যানেল Explorer Shibaji তে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো "ExS দর্শকের দরবারে" অনুষ্ঠানে, প্রত্যেক মাসের দর্শকের দরবারের তারিখ আগের থেকেই আমরা ঘোষণা করবো আমাদের সমাজ মাধ্যমে| এই "ExS দর্শকের দরবারে" live সম্প্রচার হবে, আপনাদের প্রশ্ন আগের থেকে পাঠাতে হবে এই ইমেল এ: exs.ddq@gmail.com
প্রশ্ন ভ্রমণ বা ভ্রমণের সঙ্গে সম্পর্ক যুক্ত যেকোনও বিষয়ে করতে পারেন।
আমরা আমাদের ভিডিওর কমেন্ট বাক্স থেকেও কিছু প্রশ্নের অবশ্যই উত্তর দেব গুরুত্ব অনুযায়ী| আপনারা কমেন্ট এর মাধমেও প্রশ্ন রাখতে পারেন, তবে কমেন্ট এর মাধ্যমে প্রশ্ন রাখলে আন্তরিক অনুরোধ "DDQ" এই শব্দ বন্ধটি উল্লেখ করবেন, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধে হবে|
আমাদের প্রথম দর্শকের দরবারে অনুষ্ঠিত হবে সামনের বুধবার মানে ২৪শে জুলাই, ২০২৪ রাত ঠিক আটটায়|

3 months ago | [YT] | 1,834