সকলকে আমার প্রণাম! আমি অর্ণব সরকার, আর আপনাদের স্বাগত জানাই দেবালোক-এ। এই চ্যানেলে আমি আমার প্রিয় কিছু কাজ শেয়ার করি, যেমন হিন্দু দেব-দেবীদের যত্ন নেওয়া এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা। শেখানোর জন্য নয়, বরং এই অনুশীলনগুলিতে আমি যে আনন্দ ও শান্তি পাই, তা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলি তৈরি করি। দৈনিক পূজা, দেব-দেবীদের সাজানো, অথবা তাদের নাম জপ—এই সবকিছুতেই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নিই। শান্তি ও আশীর্বাদ রইল।