Unconditional Unnamed Silence

বাইরের জগতে যতই ভাবপদার্থ (অনুভবের বিষয়)আছে,তা বিশ্ব। সেই সবের পিছনে যে কারণ আছে তাকেই প্রকৃতি বলে। এই অন্তঃপ্রকৃতির ভিতরে( ব্রহ্ম) যা আছে, সেই একমাত্র জানার যোগ্য( বোধের বিষয়)। যেমন নারিকেলের ভিতরে জল থাকে।।( অর্থাৎ নারকেলের বাইরের স্থূল অংশ যেন জগত,মাঝের শাঁস যেন প্রকৃতি ও সবের মূল বা কেন্দ্রে জল যেন নির্গুণ ব্রহ্ম।তাই একমাত্র মূখ্য বিষয়।)
অবধূতগীতা