সববাংলায় ভ্লগ ।। SobBanglay Vlog

ইন্টারনেটে বাঙালির দরকার নিজস্ব তথ্যভাণ্ডারের। বাঙালির এইরকম এক তথ্যভাণ্ডারের নামই সববাংলায়। বাংলা ভাষায় যে কোনও তথ্যের ঠিকানা সববাংলায় ডট কম (sobbanglay.com)।

আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল কোনও বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা, এবং অবশ্যই তা নিজের মাতৃভাষায়। কিন্তু বাঙালি আজ বাংলায় লিখতে, পড়তে, এমনকি কথা বলতেও ভুলে যাচ্ছে। আবার জ্ঞানের প্রতি পিপাসাও যেন কমে যাচ্ছে মানুষের। পাশাপাশি এটাও মানতে হবে আজকের পাঠকেরা খুব বেশি মাত্রায়  ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আর যুগের সাথে পাল্লা দিয়েই বাংলাভাষাকেও বইয়ের পাশাপাশি জায়গা করতে হবে  ইন্টারনেটে । যে কোন তথ্য বাংলায় খুঁজলে  যদি পাওয়া না যায়, পাঠক তো অন্য ভাষাতে তা খুঁজতে যাবেই। এই থেকেই সববাংলায় এর যাত্রা শুরু।

► মূল সাইট : sobbanglay.com
► লেখালিখি সাইট : lekhalikhi.sobbanglay.com
► ফেসবুক : facebook.com/sobbanglay
► পিন্টারেস্ট : in.pinterest.com/sobbanglay/
► টুইটার : twitter.com/SobBanglay
► ইন্সটাগ্রাম : instagram.com/sobbanglay/
► টেলিগ্রাম : t.me/sobbanglay