আস্সালামুআলাইকুম, ইউটিউব এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অন্যকে দেখাতে পারবেন। এমন একটা প্লাটফর্ম এ আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেখানোর জন্য যা দেখে আপনারা একটু উপকৃত হন।
আমাদের দেশে মোটোব্লগার অনেক দেখা গেলে ও আমরা অনেকই এখনো সচেতনতা তৈরি করতে পারি নাই।
আমার কিছু মতামত হাইওয়ে এবং যেখানেই রাইড করুন।
১/ অবশ্যই হেলমেট পরিধান করুন।
২/ বাইকের তৈল এবং মোবিল চেকিং এ রাখুন।
৩/ ব্রেকিং চেক করুন বাইকে উঠার সাথে সাথে কাজ করছে কিনা? দেখুন।
৪/ ইঞ্জিন এ কোন পরিবর্তন আসছে কিনা দেখুন আগের দিনের মতোই সাউন্ড বা রাইড করতে পারছেন কিনা? কারণ অনেক সময় ইদুর বা অন্য কোন কারণে কোন তার বা হর্ণ কেটে যেতে পারে বা সমস্যা হতে পারে সে দিকে খেয়াল রাখুন।
৫/ যদি লং রাইডে বের হন তাহলে সেফটি গিয়ার হ্যান্ড গ্লোবস পরিধান করুন।
৬/ হাইওয়েতে সংকেত অনুযায়ী স্পিড রাখুন,স্কুল, মসজিদ, হসপিটাল ইত্যাদি।
নিজের কন্ট্রোল ক্ষমতার মধ্যে স্পিড নিয়ন্ত্রণ রাখুন,

মনে রাখবেন যত গতি ততই ক্ষতি
বাইক নিয়ে যেখানেই বের হন না কেন সাথে ডকুমেন্টস,চাবি,হেলমেট, ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হোন।
ধন্যবাদ সাথে থাকার জন্য।


1:09

Shared 3 years ago

46 views

1:41

Shared 3 years ago

10 views

0:27

Shared 3 years ago

19 views